গুগলের বিরুদ্ধে নতুন মামলা

২৯ অক্টোবর, ২০১৯ ২২:১৩  
স্মার্টফোন ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিত না করার অভিযোগে নতুন মামলায় জড়িয়েছে গুগল। অস্ট্রেলিয়ার এক নিয়ন্ত্রক সংস্থা প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে এই মামলা করেছে। খবর রয়টার্স। অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজ্যুমার কমিশন (এসিসিসি) জানিয়েছে, স্থানীয় গুগল ইউনিট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের অবহিত না করেই প্রায় দুই বছর ধরে ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহার করছে। যদি কেউ তাদের তথ্য সংরক্ষণ করতে দিতে না চায় তাহলে একটি নয়, দুটি সেটিংস বন্ধ করতে হবে; এমন বিষয় গুগল গোপন রেখেছে। ফেডারেল কোর্টে দায়ের করা মামলায় বলা হয়, ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হলেও তাদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়নি বলে জানিয়েছে গুগল। গুগলের এই বিভ্রান্তিকর তথ্যের জন্য অনেক গ্রাহক তাদের ব্যক্তিগত তথ্য ট্র্যাকিং হওয়ার বিষয়ে অবগত ছিলো না। আগামী ১৪ নভেম্বর মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে বলে ফেডারেল কোর্টের ওয়েবসাইটে জানানো হয়েছে। ডিবিটেক/বিএমটি